ইয়াবা সেবনকালে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আটক

  • ঢাকা কলেজ প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১২:৫৮ পিএম
ইয়াবা সেবনকালে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আটক

ক্যাম্পাসে গোপনে ইয়াবা সেবনকালে দুজন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে ঢাকা কলেজের নর্থ হলের হল প্রভোস্ট। রোববার রাতে তাদের আটক করা হয়।

আটককৃত শিক্ষার্থীরা হলেন—কলেজের (২০২১-২২) সেশনের ইসলাসের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা রাশেদুল ইসলাম ও ২২-২৩ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আলী তানজিম।

জানা যায়, উত্তর ছাত্রাবাসের পেছনে গোপনে দুজনকে ইয়াবা খেতে দেখেন হলের স্টাফরা। এরপর হল প্রভোস্টকে কল দিয়ে ডেকে আনার পর তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় আইডি কার্ড রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের প্রাধ্যক্ষ মো. ইকবাল হোসাইন জানান, ঘটনা সত্য। রাতের বেলা জায়গাটি অন্ধকার থাকে। বিষয়টি নজরে আসার পর আমার স্টাফ সঙ্গে সঙ্গে আমাকে জানায়। আমি একটা অনুষ্ঠানে ছিলাম; তখনই সেখান থেকে সরে আসি। পরবর্তীতে প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়। বিষয়টি আমি স্বাভাবিকভাবেই কলেজ সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের অবহিত করি। একই সঙ্গে তাদের আইডি কার্ড ও বিভাগসংক্রান্ত তথ্য সংগ্রহ করি।

এবিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি আমি অবগত না। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চিত হয়ে সবার সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

এম

Link copied!