নতুন অধ্যক্ষ পেল ঢাকা কলেজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২১, ১২:৫৪ পিএম
নতুন অধ্যক্ষ পেল ঢাকা কলেজ

ফাইল ফটো

ঢাকা: ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন কবি নজরুল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল কুদ্দুস সিকদার। তিনি বলেন, গতকালই প্রজ্ঞাপন জারি হয়েছে। আজ বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

এছাড়া, বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধিভুক্ত কবি নজরুল কলেজের অধ্যক্ষ হিসাবে সরকারি তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আমেনা বেগমের নিয়োগের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এ দুই কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!