রাবি উপাচার্যের নিয়োগ দুর্নীতি তদন্তে কমিটি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৮, ২০২১, ০১:৩২ পিএম
রাবি উপাচার্যের নিয়োগ দুর্নীতি তদন্তে কমিটি

ফাইল ফটো

ঢাকা: সরকারের নির্দেশনা উপেক্ষা করে বিদায়ী উপাচার্য ড. এম আব্দুস সোবহানের বিভিন্ন পদে অবৈধভাবে জনবল নিয়োগের ঘটনা তদন্তে চার সদস্যের দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এসেছেন। 

শনিবার (৮ মে) দুপুরে পৌনে ১২টার দিকে তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান শামীম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছে প্রশাসন ভবনের উপাচার্য দপ্তরে প্রবেশ করেন। সেখানে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

সোনালীনিউ/এমএইচ

Link copied!