ছাত্রদল নেতা সাম্য হত্যা

সোহরাওয়ার্দী উদ্যানে চলবে অভিযান, বসানো হবে সিসিটিভি ক্যামেরা

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৫:২৬ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে চলবে অভিযান, বসানো হবে সিসিটিভি ক্যামেরা

ইনসেটে নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। ফাইল ছবি:

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় সোহরাওয়ার্দী উদ্যানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ মে) ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের বাড়তি নিরাপত্তা ব্যবস্থার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন।সেগুলো হলো- বৃহস্পতিবার থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষ অভিযান পরিচালিত হবে; বসানো হবে সিসিটিভি ক্যামেরা। এছাড়া রাজু ভাস্কর্যের পেছনের দেওয়াল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। 

এদিকে সাম্য হত্যার ঘটনায় শোক জানিয়ে বৃহস্পতিবার অর্ধদিবস ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আইএ  

Link copied!