ঢাকা: যশোর শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় গড় পাসের হার নেমে এসেছে ৭৩ দশমিক ৬৯ শতাংশে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। একইভাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৯ জনে।
২০২৪ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৩২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৬১ জন।
চলতি বছর খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫৭৫টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২ হাজার ৩১৯ জন। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৪৬ হাজার ৫৮৭ জন ছেলে ও ৫৫ হাজার ৭৩২ জন মেয়ে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন জানান, ‘জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীরা সঠিকভাবে ক্লাস ও পাঠগ্রহণ করতে পারেনি, যার প্রভাব ফলাফলে পড়েছে।’ তিনি আরও জানান, এ বছর ৭৫টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে এবং ২টি প্রতিষ্ঠান শূন্য পাস করেছে।
এআর
আপনার মতামত লিখুন :