ইলহাম ইসলামিক স্কুলে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৩:৪৭ পিএম
ইলহাম ইসলামিক স্কুলে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা: ইলহাম ইসলামিক স্কুলে শনিবার (২ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের সামার টার্ম পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ।

সকাল ১০টায় স্কুল মিলনায়তনে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের চেয়ারম্যান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী ওবায়দুল্লাহ তারেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের এডমিন অফিসার মুন্সী মোমেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা আইডিয়াল কলেজের ভাইস প্রিন্সিপাল ও বরেণ্য শিক্ষাবিদ মাকসুদুর রহমান জামিল।

উদ্বোধনী বক্তব্য দেন স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা রমজান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্কুলের ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, এনইয়াং ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নাজমুল হক, গারে হেরা মাদরাসা (খুলনা)-এর প্রিন্সিপাল মাওলানা মোস্তফা ইবনে আব্দুর রাজ্জাক

এছাড়া বক্তব্য দেন স্কুলের কো-অর্ডিনেটর হারুন উর রশিদ, ইনচার্জ ইশরাত জাহান মিরা এবং অভিভাবকদের পক্ষ থেকে সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে মাকসুদুর রহমান জামিল বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্র ও সমাজ গঠনে নেতৃত্ব দেবে। তাই কেবল পাঠ্যবই মুখস্থ করানো নয়—তাদের নৈতিক, মানবিক ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, শিশুদের হাতে মোবাইল বা টিভি তুলে না দিয়ে একটি আদর্শ পাঠ্য পরিবেশ তৈরি করুন। তাদের সময় দিন, কথা শুনুন—তবেই তারা সঠিক পথে গড়ে উঠবে।

সভাপতির বক্তব্যে ওবায়দুল্লাহ তারেক বলেন, ইলহাম ইসলামিক স্কুলের উদ্দেশ্য কেবল ভালো ফলাফলের সীমায় নয়; বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন, আদর্শ নাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি আদর্শ ও ভারসাম্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে থাকবে ইসলামী ও আধুনিক শিক্ষার সংমিশ্রণ।

অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি এক সফল ও অনুপ্রেরণাদায়ী আয়োজনে পরিণত হয়।

ওএফ

Link copied!