কোরআন অবমাননার ঘটনায় নর্থ সাউথ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৬:৫১ পিএম
কোরআন অবমাননার ঘটনায় নর্থ সাউথ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

ফাইল ছবি

ঢাকা: পবিত্র কোরআন অবমাননার ঘটনায় জড়িত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় মামলা দায়ের করা হবে। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে।

প্রকৃত ঘটনা অনুযায়ী, শনিবার (৪ অক্টোবর) অপূর্ব পালকে ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননার অবস্থায় দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা তাকে মারধর করেন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসএইচ
 

Link copied!