শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে যে সিদ্ধান্ত নিল শিক্ষা অধিদপ্তর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৯:০২ পিএম
শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে যে সিদ্ধান্ত নিল শিক্ষা অধিদপ্তর

ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন থেকে যাবে শিক্ষার্থীদের অভিভাবকদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে। আগে এ অর্থ বিতরণ হতো শুধু ‘নগদ’ অ্যাপে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) নগদের সঙ্গে আগের একক চুক্তি বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে বিকাশ, নগদ, রকেট, উপায় ও এমক্যাশ-সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে উপবৃত্তি বিতরণ করা যাবে।

২৯ সেপ্টেম্বর ডিপিই থেকে জারি করা চিঠিতে জানানো হয়, ডাক বিভাগের মালিকানাধীন নগদ লিমিটেডের সঙ্গে করা ত্রিপক্ষীয় চুক্তি বাতিল করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, চুক্তিটি অর্থ বিভাগের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং নগদ চুক্তিপত্রের সব শর্ত যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে।

এরপর ১২ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এমএফএস প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। তাতে উপবৃত্তি বিতরণে নতুন নির্দেশনা তৈরি হয়।

২৬ অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। ফলে এখন থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের নিজস্ব পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাব অর্থ তুলতে পারবেন।

ডিপিই চিঠিতে আরও বলা হয়েছে, সুবিধাভোগী অভিভাবকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে মোবাইল সিম ও এমএফএস হিসাব নিবন্ধন নিশ্চিত করতে হবে।

সরকার প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীদের আগ্রহ ধরে রাখতে এই উপবৃত্তি চালু করে। বিগত সরকারের সময় এটি ‘নগদ’-এর মাধ্যমে বিতরণ বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে বড় ধরনের অনিয়মের প্রমাণ মেলে।

জুলাই অভ্যুত্থানের পর বিগত সরকারের পতনের সঙ্গে সঙ্গে নগদ লিমিটেডের উদ্যোক্তারা দেশ ছেড়ে চলে যান। পরে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেয় এবং সরকারি অর্থ বিতরণে স্বচ্ছতা আনার উদ্যোগ নেয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন সিদ্ধান্তে এখন সেই প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে-অভিভাবকেরা নিজেরাই বেছে নেবেন কোন মোবাইল ব্যাংকে আসবে উপবৃত্তির টাকা।

এসএইচ

Link copied!