সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও প্রশাসনিক ব্যয় নির্বাহে ১৩২ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই অর্থ থেকে বিদ্যালয়গুলোর ইন্টারনেট বিল, পরিষ্কার-পরিচ্ছন্নতা খরচ ও শিক্ষকদের ভ্রমণ ব্যয় মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগের উপপরিচালক (সেকশন-২) মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইন্টারনেট, ফ্যাক্স ও টেলেক্স খাত থেকে প্রতি মাসে ১,০০০ টাকা করে ইন্টারনেট বিল এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা খাত থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে ব্যয় করা যাবে।
এ ছাড়া যেসব শিক্ষক মাসিক সমন্বয় সভায় যোগ দেন বা সরকারি দায়িত্বে ভ্রমণ করেন, তারা সরকারি বিধি অনুযায়ী ভ্রমণ ভাতা পাবেন।
২০২৫–২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা ও প্রশাসনিক খাতে ব্যয় বাবদ মোট ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ অর্থ ইউনো প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও) ও টাউন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিপিইও)দের মাধ্যমে বিতরণ ও তদারকি করা হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বরাদ্দকৃত অর্থ সরকারি বিধি অনুযায়ী ব্যয় করবেন, এবং কোনো ধরনের অনিয়ম হলে দায়ভার ব্যক্তিগতভাবে বহন করতে হবে।
অর্থবছর শেষে যে টাকা অব্যয়িত থাকবে, তা ২০২৬ সালের ৩১ মে’র মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এম
আপনার মতামত লিখুন :