অনুমতি ছাড়া স্মারকলিপি দেওয়ায় দুই কর্মীকে নোটিশ দিল কবি নজরুল কলেজ ছাত্রদল

  • কবি নজরুল কলেজ প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৮:৫৫ পিএম
অনুমতি ছাড়া স্মারকলিপি দেওয়ায় দুই কর্মীকে নোটিশ দিল কবি নজরুল কলেজ ছাত্রদল

ছবি: প্রতিনিধি

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের অনুমতি ছাড়াই অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়ায় সংগঠনের দুই আহ্বায়ক সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।

বুধবার সকালে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক জামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, কলেজ মাঠে ঘাস লাগানো, ড্রেন নির্মাণ এবং ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির বিষয়ে অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন মো. মনজুরুল ইসলাম লিমন ও তৌহিদুল ইসলাম। কেন তাঁদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এর আগে গত সোমবার কলেজ মাঠে ঘাস লাগানো, ড্রেন নির্মাণ ও ক্যাম্পাস সৌন্দর্যবর্ধনের জন্য কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি দেন ওই দুই আহ্বায়ক সদস্য।

নোটিশপ্রাপ্ত আহ্বায়ক সদস্য মনজুরুল ইসলাম লিমন বলেন, ক্যাম্পাসে কোনো দিকনির্দেশনা না পেয়ে নিজেরা উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। তিনি বলেন, এটি তাঁদের অনিচ্ছাকৃত ভুল ছিল, কারণ বিষয়টি নিয়ে আহ্বায়ক ও সদস্য সচিবকে আগে জানানো উচিত ছিল।

কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল খান বলেন, সংগঠনের কিছু নিয়ম রয়েছে। কারও সঙ্গে পরামর্শ না করেই তাঁরা স্মারকলিপি দিয়েছেন, যা ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে। তাই সতর্কতার অংশ হিসেবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, তাঁদের কাজটি প্রশংসনীয় হলেও সংগঠনের নীতি অনুযায়ী কাজটি পরামর্শক্রমে করা উচিত ছিল। ভবিষ্যতে যেন তারা দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করেই এমন উদ্যোগ নেন, সে জন্যই তাঁদের সতর্ক করা হয়েছে।

এসএইচ 

Link copied!