দেশের সব সরকারি স্কুল এবং জেলা-উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হয়েছে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে। কেন্দ্রীয় লটারি পদ্ধতির মাধ্যমে এবারও শিক্ষার্থী বাছাই করবে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন শিক্ষাবর্ষে ৬৮৬টি সরকারি এবং ৩ হাজার ৩৫৯টি বেসরকারি স্কুলে মোট ১১ লাখ ৮৮ হাজারের বেশি আসন লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারণ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানায়, সারাদেশের সরকারি স্কুলগুলো থেকে পাওয়া ১ লাখ ২০ হাজার ২৫৮টি আসন এবং বেসরকারি স্কুলের ১০ লাখ ৬৭ হাজার ৮১১টি আসনে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
ডিজিটাল লটারি পরিচালনা করবে ঢাকা মহানগর ভর্তি কমিটি, প্রযুক্তিগত সহযোগী হিসেবে থাকছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক।
যেসব বেসরকারি স্কুল এখনও সিদ্ধান্তহীন
যদিও সরকারি নির্দেশনা অনুযায়ী মহানগর ও জেলা-উপজেলা পর্যায়ের সব বেসরকারি স্কুলকে লটারিতে যুক্ত হওয়ার কথা, তবুও কয়েকটি প্রতিষ্ঠান এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি। এর মধ্যে রয়েছে শিক্ষা সচিবের নেতৃত্বাধীন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (ডিআরএমসি)। প্রতিষ্ঠানটি তৃতীয়, চতুর্থ ও নবম শ্রেণিতে ভর্তির পরিকল্পনা করলেও লটারিতে অংশ নেওয়া হবে কি না—তা এখনও ঠিক হয়নি।
আবেদন গ্রহণ ও লটারির সম্ভাব্য তারিখ
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭–২১ ডিসেম্বর ভর্তি হতে পারবে। এরপর ২২–২৪ ডিসেম্বর প্রথম অপেক্ষমান তালিকা এবং ২৭–৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করানো হবে।
আবেদনে সর্বোচ্চ ৫টি স্কুল পছন্দের সুযোগ
শিক্ষার্থীরা অনলাইনে সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দক্রমে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের কোনো স্কুলে দুই শিফট নির্বাচন করলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে।
ভর্তি নীতিমালার গুরুত্বপূর্ণ দিক
সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের সুযোগ দিতে সরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ১০% আসন সংরক্ষণ
আপনার মতামত লিখুন :