ঢাকায় সাত কলেজ শিক্ষার্থীদের গণসমাবেশ আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৯:০৫ এএম
ঢাকায় সাত কলেজ শিক্ষার্থীদের গণসমাবেশ আজ

রাজধানীতে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫ দ্রুত চূড়ান্ত করার দাবিতে আজ বৃহৎ বিক্ষোভে নামছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে ইডেন মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’ নামের প্ল্যাটফর্মটি এ কর্মসূচির আয়োজন করছে। মঙ্গলবার রাতে পাঠানো এক বিবৃতিতে তারা জানায়, দীর্ঘদিন আলোচনার পরও অধ্যাদেশের অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা বিরাজ করছে।

বিবৃতিতে বলা হয়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার খসড়া তৈরি হলেও তা এখনও অনুমোদনের অপেক্ষায়। শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণ করে এবং এরপর তিন দফা আলোচনাও অনুষ্ঠিত হয়। তবু এখনো চূড়ান্ত অধ্যাদেশ প্রকাশ না হওয়ায় প্রায় দেড় লাখ শিক্ষার্থী পরিচয় সংকট, একাডেমিক কার্যক্রমে জটিলতা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ভুগছেন।

এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে দ্রুত অধ্যাদেশ জারি করার দাবি জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে। কর্মসূচি শেষে ঢাকা কলেজের প্রধান ফটকে সংবাদ সম্মেলন করারও ঘোষণা দেওয়া হয়েছে।
এম

Link copied!