৭২ হাজার শূন্য পদে নিয়োগ দেবে এনটিআরসিএ!

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৮:৫৮ পিএম
৭২ হাজার শূন্য পদে নিয়োগ দেবে এনটিআরসিএ!

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এবার মোট ৭২ হাজার শূন্য পদের তথ্য সংগ্রহ করে তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট তিনটি অধিদপ্তরে পাঠানো হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) এনটিআরসিএ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, স্কুল–কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শূন্য পদ যাচাইয়ে তিনটি পৃথক চিঠি পাঠানো হয়েছে। 

মাউশিতে পাঠানো চিঠিতে ৩০ হাজার ২৭৯টি, মাদ্রাসা শিক্ষায় ৪০ হাজার ৮৩৮টি এবং কারিগরি শিক্ষায় ৮৯১টি শূন্য পদের কথা উল্লেখ করা হয়েছে। 

মাউশির এক কর্মকর্তা জানান, এনটিআরসিএ তিন কার্যদিবসের মধ্যে তথ্য যাচাই করে ফেরত পাঠানোর অনুরোধ করেছে। সে অনুযায়ী তারা দ্রুত কাজ শুরু করেছেন।

এনটিআরসিএর নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে জমা দেওয়া শূন্যপদের তথ্য বিদ্যালয়প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস যাচাই করে পাঠিয়েছে। এখন এসব পদের প্রাপ্যতা নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কি না, তা আবারও যাচাই করে মন্তব্যসহ এনটিআরসিএর কাছে পাঠাতে হবে।

সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো তিন দিনের মধ্যে ‘Correct’ বা ‘Incorrect’ মন্তব্য দিয়ে সফট কপি ফেরত পাঠালে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হবে। শিক্ষা খাতে অন্যতম বৃহৎ এ নিয়োগ প্রক্রিয়া সামনে রেখে প্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

এসএইচ 

Link copied!