এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১০:২৪ এএম
এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ স্বস্তির খবর। পরীক্ষায় শিক্ষার্থীরা নির্দিষ্ট ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতিও বহাল থাকবে।

রোববার (১৮ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে অনুমোদিত ক্যালকুলেটরের মডেল উল্লেখ করে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বোর্ডের অনুমোদিত সায়েন্টিফিক ক্যালকুলেটর মডেলগুলো হলো—
FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991EX, FX-991ES, FX-991ES Plus এবং FX-991CW।

এদিকে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী, লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল এবং চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এছাড়া আগামী ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ, ব্যবহারিক উত্তরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এসএসসি পরীক্ষার বর্ধিত সময়ের ফরম পূরণ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে, যা আগামী ২৪ জানুয়ারি শেষ হবে। ‘সোনালী সেবা’ প্ল্যাটফর্মের মাধ্যমে ফরম পূরণের ফি ২৫ জানুয়ারি পর্যন্ত পরিশোধ করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বোর্ড।

এম

Link copied!