ঘরের লক্ষ্মী হবে এমন একটা বউ চাই: বাপ্পি চৌধুরী

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০২০, ১১:৫১ এএম
ঘরের লক্ষ্মী হবে এমন একটা বউ চাই: বাপ্পি চৌধুরী

ঢাকা: নায়কদের প্রেম-বিয়ে নিয়ে আগ্রহের অন্ত নেই ভক্তদের। যার জন্য পাগল হয়ে থাকেন অনেক নারী, সেই স্বপ্নের নায়কের মনে কে বাস করে? কিংবা সেই প্রিয় মানুষটি কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন এ কৌতুহল সবসময়ের।

সে কৌতুহল মেটাতে বারবার আসে নায়কদের প্রেম বা বিয়ে বিয়ে নিয়ে নানা গুঞ্জন। তবে এবার কোনো গুঞ্জন নয়। সত্যি বিয়ে করতে চলেছেন ঢাকাই সিনেমার নায়ক বাপ্পি চৌধুরী।

এ নায়ক নিজেই জানালেন তার বিয়ের খবর। তিনি বলেন, তার জন্য পাত্রী দেখছে পরিবার। তিনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিষয়ে সব দায়িত্ব পরিবারের উপরই ন্যাস্ত করেছেন।

বাপ্পি বলেন, 'পরিবার থেকে পাত্রী দেখা চলছে। আমার কেমন মেয়ে পছন্দ সেটা তাদের বলেছি। তারা সে অনুযায়ী চেষ্টা করছেন। তবে বিয়ে কখন হবে সেটা এখনই বলা যাচ্ছে না।'

কেমন পাত্রী পছন্দ বাপ্পির এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'জীবন, সংসার নিয়ে ভালো বোধ আছে এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। আমাকে বুঝবে। ঘরের লক্ষ্মী হবে এমন একটা বউ।'

বউকে ভ্রমণপিপাসু হতে হবে জানিয়ে বাপ্পি বলেন, 'আমার ঘুরতে খুব ভালো লাগে। বউকে নিয়ে লং ড্রাইভে যেতে চাই, ইচ্ছেমতো ঘুরতে চাই। তাই যেই বউ হোক তারও যেন ঘুরে বেড়ানোটা পছন্দের হয়।’

নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করা বাপ্পি চৌধুরীর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। সিনেমার বাইরে পারিবারিক ব্যবসা দেখাশোনা করে সময় কাটে এ নায়কের।

সোনালীনিউজ/এইচএন

Link copied!