মামলা না করেই ফিরে যেতে হলো শাকিবকে

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৩:৩০ পিএম
মামলা না করেই ফিরে যেতে হলো শাকিবকে

ফাইল ছবি

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে আরও একটি মামলা করতে না পেরে ফিরে যেতে হয়েছে ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানকে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াৎ আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় সোমবার (২৭ মার্চ) পরবর্তী কার্যদিবসে তাকে আসার পরামর্শ দেন৷ সাইবার ট্রাইব্যুনালের বিচারকের পরামর্শে তিনি ফিরে যান।  

এর আগে একইদিন সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তিনি একটি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৬ এপ্রিল আসামি রহমত উল্লাহকে হাজির হতে সমন জারি করেছেন।  

এ প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এর আগে মামলা করতে গুলশান থানা ও ডিবি কার্যালয়ে যান শাকিব। তবে থানা থেকে মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ।  

তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

সোনালীনিউজ/এলআই/আইএ

Link copied!