একাই ৮ নারীকে নিয়ন্ত্রণ করছেন মোশাররফ করিম

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২, ২০২৫, ১১:০০ এএম
একাই ৮ নারীকে নিয়ন্ত্রণ করছেন মোশাররফ করিম

ঢাকা: ঈদসহ যে কোনো উৎসবেই শোবিজ অঙ্গন থাকে সরগরম। শুরু হয় শিল্পীদের ব্যস্ততা। দর্শকরাও অপেক্ষায় থাকেন প্রিয় তারকার কাজের জন্য। নতুন সব টিভি নাটক, ওটিটি কনটেন্ট, গান ও সিনেমা মুক্তি পায় উৎসবে। তবে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। তাই ঈদের সিনেমা নিয়ে আওয়াজ একটু বেশিই হয়। 

তবে আলোচনার বাইরে নয় ওটিটি কনটেন্টও। সিনেমার পরই পেইড ভার্সনের ওটিটি কনটেন্টগুলোর দিকেও নজর থাকে দর্শকদের। এবারও তার ব্যতিক্রম নয়। এ ঈদেও ভিন্ন ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন সব কনটেন্ট। তবে ঈদে অন্যদের থেকে ওটিটিতে আলোচনায় এগিয়ে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। একটি কনটেন্টে শুধু তার বিপরীতেই অভিনয় করছেন আট নায়িকা। ঈদের এসব কনটেন্ট নিয়েই বিস্তারিত রয়েছে প্রতিবেদনে।

বোহেমিয়ান ঘোড়া: ঈদ উপলক্ষ্যে ৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। এটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা। অভিনয় করেছেন মোশাররফ করিম। ‘মহানগর’-এর ওসি হারুন থেকে ‘মোবারকনামা’র মোবারকসহ অসংখ্য চরিত্র দিয়ে ওটিটির দর্শকের মনে তিনি দাগ কেটেছেন। 

এবার তিনি হাজির হচ্ছেন আব্বাস হয়ে। যিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার। ২২ মে সিরিজের ট্রেলার প্রকাশ হয়। ২ মিনিটের ট্রেলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক এক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সেই পরিস্থিতি নিয়েই তৈরি হয়েছে সিরিজটি। 

এতে মোশাররফ করিমের (আব্বাস) আট বউয়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি। 

সিরিজটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘আমরা আমাদের কাজটুকু করেছি। এখন অপেক্ষা দর্শকের কাছে পৌঁছানোর। এখন পর্যন্ত এটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখতে পেয়েছি। আশা করি সবার ভালো লাগবে।’

বোহেমিয়ান ঘোড়ায় মোশাররফ করিমের বউ আজমেরী চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। যিনি পেশায় একজন নারী মৌয়াল। নিজের করা চরিত্রটি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘সুন্দরবনের ভেতরে গিয়ে কিছু মানুষ মধু সংগ্রহ করেন। এটাই তাদের নেশা ও পেশা। আমার কাজটিও তাই। এরকম একটি চরিত্রে অভিনয় করা বেশ কঠিন ও চ্যালেঞ্জিং ছিল। নতুন গল্প ও চরিত্রের সঙ্গে মিশে দারুণ অভিজ্ঞতা হয়েছে।’

ইউআর

Link copied!