ঢাকা: শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। তবে ‘কাঁটা লাগা’ খ্যাত এ অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। হৃদরোগ নাকি অন্য কারণ রয়েছে শেফালির মৃত্যুর পেছনে তা নিয়ে চিন্তিত অনেকে। এবার তার মৃত্যুর কারণ জানাল ভারতীয় পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেফালির মৃত্যুর রহস্য উদঘাটনে মাঠে নেমেছিল পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেতে আরও দুদিন লাগবে। তবে এরইমধ্যে শেষ প্রাথমিক তদন্ত। প্রশাসনের অনুমান, সম্ভবত রক্তচাপের কারণে আকস্মিক মৃত্যু অভিনেত্রীর। শেফালির রক্তচাপ নাকি অনেকটাই কমে গিয়েছিল। তার ফলে হয়তো হৃদ্রোগে আক্রান্ত হন তিনি।
শেফালির মৃত্যুর কারণ উদঘাটনে তার বাড়িতে গিয়েছিল একদল ফরেন্সিক অফিসার এবং আম্বোলি থানার পুলিশ। অভিনেত্রীর বাড়ির লোকজনের সঙ্গে কথা হয়েছে তাদের। সেখান থেকে উঠে এসেছে কিছু তথ্য।
জানা গেছে, মৃত্যুর দিন (গেল শুক্রবার) খালি পেটে ছিলেন শেফালি। সত্যনারায়ণ পূজার কারণে বিকেল ৩টা পর্যন্ত ছিলেন উপোস। উপোস শেষে ফ্রিজ থেকে সামান্য কিছু খেয়েছিলেন। কিন্তু ক্লান্ত শরীরে বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি। সেদিন রাত সাড়ে দশটার দিকে জ্ঞান হারান শেফালি। এ সময় তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয় তাকে। জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।
শেফালীর ব্যক্তিগত জীবন ছিল টানাপড়েনে ভরা। মাত্র ২২ বছর বয়সে গায়ক হরমিত সিংহকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই সম্পর্ক সুখকর ছিল না। শারীরিক নির্যাতন না হলেও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। বিচ্ছেদের পর নতুন জীবন শুরু করেন পরাগ ত্যাগীর সঙ্গে। তবে এক সময় তার নাম জড়ায় ‘বিগ বস’ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গেও। ২০২১ সালে সিদ্ধার্থ আকস্মিকভাবে মারা যান হৃদ্রোগে আক্রান্ত হয়ে, যা শেফালীর জীবনেও গভীর প্রভাব ফেলেছিল বলে মনে করেন অনেকে।
ইউআর
আপনার মতামত লিখুন :