মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি অভিনেত্রীর শোক প্রকাশ

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৫:০৫ পিএম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় পাকিস্তানি অভিনেত্রীর শোক প্রকাশ

ঢাকা: মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার শোক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। অনেকেই এই ঘটনায় মর্মাহত। এবার পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি বাংলাদেশের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। 

ইয়ুমনা জায়েদি তার ইস্টাগ্রাম স্টোরিতে শোক প্রকাশ করে লিখেছেন, ‘এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জনদের হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও প্রার্থনা।’পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজির ও লাল সবুজের পতাকা।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩১ জন, আহত হয়েছে শতাধিক।

ইউআর

Link copied!