ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৪:৫৩ পিএম
ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

ঢাকা : ঢাকাসহ দেশের চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ২টা পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ার প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধ্বসের সম্ভাবনা রয়েছে।

পিএস

Link copied!