মুরাদনগরে ধর্ষণের ঘটনায় যা বললেন আসিফ মাহমুদ

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৯:২৪ এএম
মুরাদনগরে ধর্ষণের ঘটনায় যা বললেন আসিফ মাহমুদ

ঢাকা : কুমিল্লার মুরাদনগরে প্রসাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের দায়ী করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

শনিবার (২৮ জুন) দিনগত রাত ৩টার দিকে ব্যক্তিগত ফেসবুকে পেইজে দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি।    

আসিফ লিখেছেন, ‘মুরাদনগরে সকল আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশে ছেড়ে দিয়েছেন, আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী।’ 

তিনি লিখেছেন, ‘এর আগেও চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করায় তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা-ভাঙচুর করে এক মাফিয়ার বাহিনী। আজকে আমি লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার লোকজন দেখা হলেই বলে গণঅভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে, কিন্তু মুরাদনগর আরও বড় মাফিয়াদের দখলে গেছে।’ 

সবশেষে আসিফ আরও লিখেছেন, ‘স্থানীয় প্রশাসন ধর্ষকদের গ্রেফতার চেষ্টা চালাচ্ছে। তবে মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে।’

পিএস

*** প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ভাবনার প্রতিফলন। সোনালীনিউজ-এর সম্পাদকীয় নীতির সঙ্গে লেখকের এই মতামতের অমিল থাকাটা স্বাভাবিক। তাই এখানে প্রকাশিত লেখার জন্য সোনালীনিউজ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না। এর দায় সম্পূর্ণই লেখকের।

Link copied!