ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দায়িত্ব শেষ হয়ে গেলে পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না তিনি। কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। দায়িত্ব শেষে আমি সাংবাদিকতা এবং লেখালেখির সক্রিয় জীবনে ফিরে যেতে চাই।
বুধবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।
শফিকুল আলম বলেন, আমার অন্তর্বর্তীকালীন সময়-পরবর্তী ভবিষ্যৎ নিয়ে কিছু জল্পনা-কল্পনা চলছে। আমার কয়েকজন বন্ধু বলেছেন, আমি নাকি কোনো শীর্ষ রাজনৈতিক দলে কিংবা সদ্য-গঠিত কোনো দলে যোগ দিচ্ছি প্রেস সেক্রেটারি হিসেবে কাজ শেষ করার পর। সত্যি বলতে, আমার কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রতি কোনো আকর্ষণ নেই, আর রাজনীতিতে যোগ দিলে যে ধরনের জীবনযাপন করতে হয়, সেটাও আমার পছন্দ নয়।
তিনি লিখেন, সিঙ্গাপুর বা ইউরোপের মতো জায়গাগুলোর সাথে আমাদের তুলনা করলে দেখা যায়, আমাদের দেশে রাজনৈতিক নেতৃত্ব খুব একটা আর্থিক সুবিধা দেয় না — যদি না আপনি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হন।
এই প্রেস সবিচ আরো বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, অন্তর্বর্তী দায়িত্ব শেষে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। আমি সাংবাদিকতা এবং লেখালেখির সক্রিয় জীবনে ফিরে যেতে চাই। আমার মাথায় কয়েকটা বইয়ের ভাবনা আছে। আমি চাইলে আমার বাকি জীবনটা শুধু জুলাই অভ্যুত্থান নিয়ে লিখেই কাটিয়ে দিতে পারি। আমি জীবনে আর কখনও এত স্বতঃস্ফূর্ত, সাহসী, সুন্দর ও ব্যাপক রাজনৈতিক আন্দোলন দেখিনি।
রবার্ট ক্যারো তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন তার প্রিয় বিষয় লিন্ডন বি. জনসনের জীবনী লেখায়। তেমনি করে, একজন লেখক তার পুরো জীবন কাটিয়ে দিতে পারেন শুধু জুলাই বিপ্লব নিয়ে লেখায় (আমি জানি, কেউ কেউ 'বিপ্লব' শব্দটা পছন্দ করেন না)।
শফিকুল আলম আরো বলেন, আমার জীবনের এই নতুন রূপান্তরে আমি নিরাপদ থাকব তো? গত কয়েক মাসে আমি অসংখ্য হুমকি পেয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ কর্মীদের কাছ থেকে। তবে হয়তো এগুলো হতাশ কিছু মানুষের হতাশার বহিঃপ্রকাশ, যারা জনগণের শেষ অবশিষ্ট জনপ্রিয়তাটুকুও হারিয়ে ফেলেছে।
সব শেষে তিনি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামীনের ওপর পূর্ণ আস্থা রাখি। তিনিই আমাদের সৃষ্টি করেছেন এবং তাঁর কাছেই আমাদের প্রত্যাবর্তন। আমি আমার অন্তর্বর্তীকাল-পরবর্তী জীবনের জন্য আশাবাদী।
পিএস
*** প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ভাবনার প্রতিফলন। সোনালীনিউজ-এর সম্পাদকীয় নীতির সঙ্গে লেখকের এই মতামতের অমিল থাকাটা স্বাভাবিক। তাই এখানে প্রকাশিত লেখার জন্য সোনালীনিউজ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না। এর দায় সম্পূর্ণই লেখকের।
আপনার মতামত লিখুন :