বিএসএমএমইউতে স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩, ২০১৯, ০৪:০০ পিএম
ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে

ঢাকা:  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। সরকারি হিসাব মতে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪ মারা গেছেন বলেও জানান তিনি।

শনিবার (৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডেঙ্গু রোগীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু আক্রান্তদের পরিদর্শন শেষে এ রোগে মৃতের সংখ্যা ১৪ জন। 

সাংবাদিকরা তখন স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, শুধু ঢাকা মেডিকেলেই ১২ জন আর বিএসএমএমইউ-তে দুজন মারা গেছেন। এর বাইরেও ঢাকার অন্যান্য হাসপাতাল এবং দেশের বিভিন্ন হাসপাতালে অনেকে মারা গেছেন।

সাংবাদিকরা মৃত বাকিদের সংখ্যার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এ ব্যাপারে আরও ভালোভাবে জেনে আমি পরে জানাব।”

তিনি বলেন, “দেশে ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। বিদেশ থেকে ওষুধ আনা হচ্ছে। ওষুধের কোনো সংকট হবে না।”
 
সোনালীনিউজ/এমএএইচ

Link copied!