ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৮:১৯ পিএম
ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

ঢাকা: রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২১ জুলাই) এক শোক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যেখানে মৃতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী। নিহতদের পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ 

তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

আইএ

Link copied!