মহাকাশ থেকে সমুদ্রে ঝাপ দিলেন দুই নভোচারী

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩, ২০২০, ০৮:১২ পিএম
মহাকাশ থেকে সমুদ্রে ঝাপ দিলেন দুই নভোচারী

উদ্ধারের পর নভোচারী ডৌগ হার্লি ও রবার্ট বেহনকেন

ঢাকা : মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার ক্যাপসুলে উঠেছিলেন দুই মার্কিন নভোচারী। কিন্তু প্রকৃতি ছিল বিরূপ। তাই রবিবার স্থানীয় সময় দুপুর ২ টা ৫৫ মিনিট নাগাদ চারটি প্যারাসুটে ভর করে নির্বিঘ্নেই মেক্সিকো উপসাগরে নেমে এল স্পেসএক্স সংস্থার সেই ক্যাপসুল।  ক্যাপসুলসহ তাদেরকে জাহাজে তুলে নেয়া হয়।

৪৫ বছর পরে এই প্রথম সমুদ্রে নামল মার্কিন মহাকাশ-ক্যাপসুল।  রোববার (৩ আগস্ট) পর্যন্ত দুই নভশ্চরের ফেরা ঘিরে অনিশ্চয়তা ছিল।  কারণ, বাহামার দিক থেকে ধেয়ে আসছে ঝড় ‘ইসাইয়াস’।  

অশান্ত হচ্ছে সমুদ্র।  অথচ ফ্লরিডা উপকূলের কাছে সমুদ্রেই নামার কথা ‘স্পেসএক্স ক্রু ড্রাগন’ স্পেসক্রাফ্টের। খারাপ আবহাওয়ার মধ্যে নভচরের কীভাবে সমুদ্রে নামবেন, কীভাবে তাদের নিরাপদে উদ্ধার করা হবে, সব নিয়েই চিন্তায় ছিল নাসা।  এক বার এও শোনা গিয়েছিল, ফেরার ‘টিকিট’ বাতিল করা হতে পারে। সে ক্ষেত্রে দুই দিন বাদে ফিরবেন তারা। কিন্তু শেষমেশ আর তা করা হয়নি। নিরাপদেই ফিরে আসলেন পৃথিবীতে।

চার মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ডগলাস হার্লি এবং বব বেনকেন নামের ওই দুই মহাকাশচারী।

সোনালীনিউজ/এএস

Link copied!