কানাডার দাবানলে নিউইয়র্কের বাতাস দূষিত, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্কবার্তা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৩:৪৮ পিএম
কানাডার দাবানলে নিউইয়র্কের বাতাস দূষিত, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্কবার্তা

ঢাকা : উত্তর আমেরিকার দেশ কানাডায় চলমান দাবানল এবার তীব্র আকার ধারণ করেছে। গ্রীষ্মের শুরুতেই দেশটির পূর্বাঞ্চলে নজিরবিহীন দাবানলের ধোঁয়ায় দূষিত বাতাসের কারণে দূষিত হয়েছে পড়েছে নিউ ইয়র্ক, টরন্টো ও অটোয়ার বাতাস।

দূষিত বাতাসে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে এলাকাগুলোর কর্তৃপক্ষ। কানাডার চলমান দাবানলের ধোঁয়ায় দূর থেকে ধূসর দেখাচ্ছে নিউ ইয়র্কের ‘স্ট্যাচু অব লিবার্টি’।

বার্তা সংস্থা বিবিসি জানায়, বেশিরভাগ ধোঁয়া কুইবেক শহর থেকে আসছে, যেখানে ১৬০টি স্থানে দাবানলের আগুন জ্বলছে।

কানাডার রাজধানীতে বাতাসের গুণমানকে মানুষের স্বাস্থ্যের জন্য "খুব উচ্চ ঝুঁকি" জানিয়ে দেশটির স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার অটোয়ার জন্য কঠোর সতর্কতা জারি করেছে।

এ ছাড়া ইতিমধ্যেই ‘ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ)’ উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের বেশির ভাগ বায়ুর মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়েছে। বিশেষ করে যারা ইতিমধ্যেই শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য।

ঝুঁকি কমাতে বাসিন্দাদেরকে ঘরের বাইরের কার্যক্রম সীমিত করার কথা বিবেচনায় নিতেও পরামর্শ দিয়েছে রাজ্যটির কর্তৃপক্ষ।

কানাডায় চলতি বছর স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় দাবানলে দেখা যাচ্ছে। সোমবার ফেডারেল কর্মকর্তারা সতর্ক করে দিয়েছিলেন যে শুষ্ক এবং গরম অবস্থার কারণে এই গ্রীষ্মে কানাডার সবচেয়ে দীর্ঘস্থায়ী দাবানল হতে পারে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!