ঢাকা : দিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির ছাদের কিছু অংশ ধসে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভারতের বার্তা সংস্থা এনডিটিভি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির নিজামউদ্দিন এলাকায় সম্রাট হুমায়ুনের সমাধির একটি অংশ ধসে পড়ে। ওই সময় সেখানে অন্তত ১০ জন আটকা পড়েন। ধসের ঘটনার পর বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। এখন সেখানে উদ্ধার অভিযান চলছে।
দরগাহ শরীফ পাট্টে শাহ ভবনটি ১৬ শতকের ধর্মীয় কাঠামো এবং বাগানের একটি জটিল ভবনের ভেতরে অবস্থিত, যেখানে মোঘল শাসক হুমায়ুনের সমাধি রয়েছে।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত দৃশ্যে একটি খোলা উঠোনের চারপাশে একটি ছোট, চুন-সবুজ ভবন দেখা গেছে।
ভবনের একপাশের ছাদ ধসে পড়েছে বলে মনে হচ্ছে। উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে দেখা গেছে।
অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে যে, সমাধি ধসের সময় ভেতরে ১৫-২০ জন ছিলেন, যার মধ্যে ইমামও ছিলেন। স্থানটি ঘিরে ফেলা হয়েছে।
হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তার পুরো নাম ছিল নাসির-উদ-দিন মুহাম্মদ হুমায়ুন। তিনি তার বাবা বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে সিংহাসনে আরোহণ করেন। তাঁর রাজত্বকালে তিনি শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে দীর্ঘ সময় ধরে নির্বাসনে ছিলেন। পরে পারস্যের শাহের সহায়তায় তিনি নিজের সাম্রাজ্য ফিরে পেয়েছিলেন। কিন্তু এর মাত্র এক বছর পর তার মৃত্যু হয়। এটি কেবল হুমায়ুনের সমাধি নয়, এখানে মুঘল রাজবংশের প্রায় ১৫০ জনেরও বেশি সদস্যের কবর রয়েছে, তাই একে 'মুঘল রাজবংশের নেক্রোপলিস' (সমাধিক্ষেত্র) বলা হয়। এর অসাধারণ ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের কারণে এটি ১৯৯৩ সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করেছে।
পিএস
আপনার মতামত লিখুন :