বিশ্ববাজারে টানা উত্থানের পর অবশেষে বড় ধস নেমেছে সোনার দামে। মঙ্গলবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে এই মূল্যবান ধাতুটির দাম একদিনেই ৫ শতাংশের বেশি কমে গেছে—যা করোনা মহামারি শুরু হওয়ার পর সবচেয়ে বড় দৈনিক পতন।
বাজার পর্যবেক্ষক সূত্রে জানা যায়, মঙ্গলবার বেচাকেনায় আউন্সপ্রতি স্বর্ণের দাম ৫ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলারে নেমে আসে। এর আগের দিন, সোমবার (২০ অক্টোবর), দাম উঠেছিল ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ৫২ ডলারে।
বিশ্লেষকরা বলছেন, টানা রেকর্ড ভাঙার পর বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতাই এই হঠাৎ পতনের মূল কারণ। বাজারে আতঙ্ক নয়, বরং স্বাভাবিক মুনাফা গ্রহণের প্রভাবেই দামের এই সমন্বয় ঘটেছে বলে মনে করছেন তারা।
এদিকে, বিশ্ববাজারের এই অস্থিরতার মধ্যেই বাংলাদেশের বাজারে সোনার দাম এখনো উচ্চস্তরে রয়েছে। ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের এই পতনের প্রভাব দেশের বাজারেও শিগগির পড়তে পারে, যদি দামের নিম্নমুখী ধারা অব্যাহত থাকে।
এম
আপনার মতামত লিখুন :