ফাইল ছবি
ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সার্ভিস ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।
সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। মিশনের সামনে ঝোলানো নোটিশে কনসুলার সেবা বন্ধ রাখার সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
এর আগে গত শনিবার ও রোববার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থি একটি সংগঠনের ২০ থেকে ২৫ জন সমর্থক বিক্ষোভ করে। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলেও স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।
এদিকে রোববার পশ্চিমবঙ্গের শিলিগুঁড়িতে বাংলাদেশের একটি ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সাময়িকভাবে কনসুলার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে কনসুলার সেবা পুনরায় চালু করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :