বাংলাদেশি কর্মী নেবে জর্ডান, যাওয়া-আসার বিমান ভাড়াও দেবে প্রতিষ্ঠানটি

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১২:০০ পিএম
বাংলাদেশি কর্মী নেবে জর্ডান, যাওয়া-আসার বিমান ভাড়াও দেবে প্রতিষ্ঠানটি

বৈদেশিক চাকরির সুযোগ খুঁজছেন এমন বাংলাদেশি নারীদের জন্য এসেছে দারুণ খবর। জর্ডানের সুপরিচিত পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাস্কার অ্যাপারেল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল-এর মাধ্যমে ৩০০ জন মহিলা পোশাককর্মী নিয়োগ দিচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়—নির্বাচিত কর্মীদের যাওয়া ও ফিরে আসার সম্পূর্ণ বিমান ভাড়া প্রতিষ্ঠানই বহন করবে।

যে পদে নিয়োগ

তাস্কার অ্যাপারেল দক্ষ মেশিন অপারেটর নিয়োগ করবে।

মাসিক মূল বেতন: ২১,৩১১ টাকা সমমান

সুবিধা: বিনামূল্যে আবাসন, প্রতিদিন তিন বেলা খাবার, চিকিৎসা সুবিধা

ওভারটাইম: অতিরিক্ত সময় কাজ করলে বাড়তি অর্থ প্রদান

জর্ডানে কাজ শুরুর আগে আর্থিক চাপ কমাতে ভ্রমণ, আবাসন ও অন্যান্য মৌলিক খরচও কোম্পানিই বহন করবে।

যোগ্যতা

বয়স: ২০–৩৫ বছর

পোশাক কারখানায় কাজের অভিজ্ঞতা

অন্তত দুই ধরনের মেশিন (বিশেষ করে প্লেইন ও ওভারলক) পরিচালনায় দক্ষতা আবশ্যক

বাংলাদেশ বা জর্ডানের কোনো আদালতে মামলা নেই

যেসব নারী পূর্বে জর্ডান থেকে দেশে ফিরেছেন, তারা আবেদন করতে পারবেন না

চুক্তির মেয়াদ

প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তি, যা কাজের পারফরম্যান্স ও আইন মেনে চলার ভিত্তিতে নবায়নযোগ্য। জর্ডানের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।

এম

Link copied!