শিক্ষক পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, অনলাইনে আবেদন

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:১০ পিএম
শিক্ষক পদে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, অনলাইনে আবেদন

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৫ জানুয়ারি ২০২৬। আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম ও বিবরণ

১. অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১) এবং কম্পিউটার সায়েন্স (১)।

বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা।

২. সহযোগী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: আইন (১), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১)

বেতন স্কেল: (গ্রেড-৪) ৫০,০০০-৭১,২০০ টাকা।

৩. সহকারী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১), শিক্ষা (১), সমাজবিজ্ঞান (১), হিসাববিজ্ঞান (১), আইন (১), পরিসংখ্যান (১), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (১)।

বেতন স্কেল: (গ্রেড-৬) ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।

৪. প্রভাষক

বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১), বাংলা (১), হিসাববিজ্ঞান (১), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (১), রসায়নবিজ্ঞান (১), পদার্থবিজ্ঞান (১), গণিত (১), পরিসংখ্যান (১), প্রাণিবিদ্যা (১), মনোবিজ্ঞান (১), ভূগোল ও পরিবেশ (২টি), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (১)

বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০–৫৩,০৬০ টাকা।

আবেদনের নিয়ম

অনলাইন আবেদনের প্রিন্ট কপিসহ সব ডকুমেন্টের সত্যায়িত কপি ৯ সেট ডাকযোগে বা হাতে হাতে ৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদন ফি

২০০ টাকা।

আবেদনের শেষ সময়

৫ জানুয়ারি ২০২৬, বিকেল ৪টা।

নিয়োগসংক্রান্ত সব শর্ত ও আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ পাওয়া যাবে।

এসএইচ 


 

Link copied!