ছবি: সোনালীনিউজ
ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্যা বাংলাদেশ টুডের বিশেষ প্রতিনিধি নিয়াজ মাহমুদ সোহেল।
নিয়াজ মাহমুদ হোসেল ৭৯২ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন সুমন পেয়েছেন ৫২৬ ভোট।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিআরইউতে ভোট গ্রহণ করা হয়। এরপর ভোট গণনা করে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।
এবারের ডিআরইউ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে আবু সালেহ আকন। তিনি ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট। এছাড়া তৌহিদুল ইসলাম মিন্ট পেয়েছেন ৩২৩ ভোট এবং মো: রোকন-উজ-জামান পেয়েছেন ১৬২ ভোট।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী আজাদ মাসুম। তিনি পেয়েছেন ৭৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হালিম মোহাম্মদ পেয়েছেন ৫২৬ ভোট।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তিনি পেয়েছেন ৭৫২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাঈনুল আহসান পেয়েছেন ৪৮৯ ভোট। এছাড়া অপর প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান পেয়েছেন ১৮৪ ভোট।
পিএস
আপনার মতামত লিখুন :