হাদিকে কে গুলি করছে, যে তথ্য দিলেন পিনাকী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:৪৭ পিএম
হাদিকে কে গুলি করছে, যে তথ্য দিলেন পিনাকী

ফাইল ছবি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে নতুন মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য। নিজস্ব ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, ঘটনাস্থলের ফুটেজ বিশ্লেষণ করে তিনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় মূল্যায়ন করেছেন।

পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ‘আমি নির্ভুল নিশানায় পিস্তলের গুলি চালাতে পারি। যারা আমাকে গুলশান শুটিং ক্লাবে প্র্যাক্টিস করতে দেখেছেন, তারা জানেন আমার নিশানা কতটা নিখুঁত।’

তিনি জানান, দিনের পর দিন অনুশীলনের মাধ্যমে এই দক্ষতা অর্জন করেছেন। পাশাপাশি উল্লেখ করেছেন, তার প্রশিক্ষকরা জানেন তার হাতে নিশানার প্রো-লেভেল ক্ষমতা রয়েছে।

পিনাকী আরও বলেছেন, চলন্ত মোটরসাইকেলের পেছনে চড়ে চলমান একজনের মাথায় নির্ভুল নিশানায় গুলি করা সহজ নয়।

তিনি বলেন, ‘এটার জন্য সুপার ডুপার প্রফেশনাল লাগে। সাধারণ গুন্ডাদের জন্য এটি সম্ভব নয়।’

শেষে পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ‘তাহলে বুঝে নিন, কে হাদিকে গুলি করেছে।’

তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার মন্তব্যকে গুরুত্বসহকারে দেখছেন, আবার অনেকে সন্দেহ ও প্রশ্ন তুলছেন। রাজনৈতিক ও সামাজিক মহলে এটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Link copied!