বাংলাদেশের বিজয়ে ভারতের ছায়া, মোদির বার্তায় নতুন বিতর্ক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:৪৯ পিএম
বাংলাদেশের বিজয়ে ভারতের ছায়া, মোদির বার্তায় নতুন বিতর্ক

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের ঘটনাকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করেন। ওই বার্তায় বাংলাদেশের নাম একবারও উল্লেখ করা হয়নি, যা ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

নরেন্দ্র মোদি তার পোস্টে ১৯৭১ সালের যুদ্ধকে ভারতের একটি ঐতিহাসিক বিজয় হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ওই যুদ্ধে ভারতীয় সেনাদের সাহসিকতা ও আত্মত্যাগ দেশটির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত সৃষ্টি করেছে। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে আলাদা একটি বার্তা দেয়। সেখানে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে জানায়, বিজয় দিবস কোনো নির্দিষ্ট তারিখ নয়; এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীক।

ভারতীয় সেনাবাহিনীর বার্তায় বলা হয়, মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল। এই বিজয় দক্ষিণ এশিয়ার মানচিত্র নতুনভাবে অঙ্কন করেছে এবং একটি নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম দিয়েছে বলেও সেখানে উল্লেখ করা হয়।

পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনীর চালানো নৃশংসতা, অত্যাচার ও নিষ্ঠুরতার অবসান ঘটাতেও এই যুদ্ধের ভূমিকার কথা তুলে ধরে ভারতীয় সেনাবাহিনী।

তবে বিষয়টি নতুন নয়। এর আগেও ২০২৪ সালে বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি ১৯৭১ সালের ঘটনাকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছিলেন। সেবারও তার বার্তায় বাংলাদেশ বা বাঙালি মুক্তিযুদ্ধের সরাসরি উল্লেখ ছিল না।

বাংলাদেশের মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের এমন ভাষ্য প্রতিবছরই আলোচনার জন্ম দিচ্ছে। এবারও মোদির বার্তা সেই বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এলো।

এসএইচ 
 

Link copied!