ফাইল ছবি
ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে আসন্ন নির্বাচন কেমন হবে তা নিয়ে আমাদের প্রতিবেশীদের উপদেশ বা নির্দেশনা প্রয়োজন নেই। তিনি বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
তিনি বলেন, বামিল আওয়ামী লীগ সরকারের সময়ে যে প্রহসনমূলক নির্বাচন হয়েছে, সেই সময় ভারতের পক্ষ থেকে কোনো শব্দও শোনা যায়নি। সেই নসিয়ত এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অগ্রহণযোগ্য। বাংলাদেশের সার্বভৌম নির্বাচনী প্রক্রিয়া বাইরে থেকে নির্দেশনা বা চাপমুক্তভাবে পরিচালিত হবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনও বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। নির্বাচনের ওপর বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্তই প্রাধান্য পাবে।
তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘নির্বাচন পরিচালনার পদ্ধতি, সময়সূচি এবং সব প্রাসঙ্গিক বিষয় বাংলাদেশের জনগণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই নির্ধারণ করবে। বিদেশের পরামর্শ বা নির্দেশনা আমাদের জন্য প্রাসঙ্গিক নয়।’
উল্লেখ্য, এই বক্তব্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ভারতের বিভিন্ন পক্ষ থেকে সম্ভাব্য প্রভাব ও পরামর্শ সংক্রান্ত আলোচনা চলাকালীন সময়ে দেওয়া হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :