বৈঠকে পে কমিশন, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৪৯ পিএম
বৈঠকে পে কমিশন, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

ফাইল ছবি

ঢাকা: দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নবম পে-স্কেল নিয়ে পে কমিশনের সভা এখনও শেষ হয়নি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় শুরু হওয়া এ সভা বিকেল ৩টা ৫০ মিনিটেও শেষ হয়নি।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে পে কমিশনে গিয়ে দেখা যায়, কমিশনের চতুর্থ তলার সভাকক্ষে রুদ্ধদ্বার বৈঠক চলছে। এ বৈঠক কখন শেষ হবে তা নির্দিষ্ট করে পে কমিশনের কোনো কর্মকর্তা জানাতে পারেননি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজকের এই বৈঠক থেকেই আসতে পারে বেতন কাঠামো ও গ্রেড বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড চালু থাকলেও নতুন পে-স্কেলে তা কমিয়ে আনার জোরালো গুঞ্জন রয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, কমিশনের একাংশ মনে করছেন, গ্রেড কমিয়ে আনলে বেতন কাঠামো আরও আধুনিক ও সহজ হবে। তবে অন্য অংশ বর্তমান ২০টি গ্রেড বহাল রেখেই যৌক্তিক বেতন বৃদ্ধির পক্ষে অনড়।

সূত্র আরও জানায়, নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠনের দেয়া কয়েকশ প্রস্তাব চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির কাজ এখন অন্তিম মুহূর্তে। আজকের সভায় গ্রেড সংখ্যা ও নতুন বেতন কাঠামোর জটিলতাগুলো নিরসন হলেই সুপারিশনামা চূড়ান্ত রূপ পাবে।

পিএস

Link copied!