নিরাপত্তা নিয়ে আমরা শতভাগ আত্মবিশ্বাসী: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৫, ১২:৩১ পিএম
নিরাপত্তা নিয়ে আমরা শতভাগ আত্মবিশ্বাসী: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত ছবি

ঢাকা: পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা ঘিরে কোনো দুর্বলতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, “প্রতি বছর যেভাবে সফলভাবে ঈদের জামাত হয়, এবারও সেভাবেই হবে। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কোনো অসুবিধা হবে না।”

তিনি জানান, জাতীয় ঈদগাহে কেবল ধর্মীয় আয়োজনে নয়, নিরাপত্তা ও জনসাধারণের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব বাহিনী মাঠে রয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তার ভাষায়, “নিরাপত্তা নিয়ে আমরা শতভাগ আত্মবিশ্বাসী।”

এ সময় তিনি গুজব ও ভুয়া খবর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “মিথ্যা সংবাদ ছড়ালে পাশের দেশগুলো তা সুযোগ হিসেবে নেয়, ফলাও করে প্রচার করে। তাই দায়িত্বশীল সংবাদ পরিবেশন জরুরি।”

এর আগে, ঈদযাত্রায় যাত্রী হয়রানি নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে সরেজমিন পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় যাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি।

যাত্রীদের সঙ্গে প্রতারণা ও লঞ্চ ছাড়ার সময় অযথা দেরি করানোর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, “মাত্র দু-একটি লঞ্চের কারণে পুরো ঈদযাত্রা দুর্ভোগে পরিণত হয়, এটা কাম্য নয়।”

এসআই

Link copied!