আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি : প্রধান উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৫:৪৯ পিএম
আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি : প্রধান উপদেষ্টা

ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা বিশৃঙ্খল সময় পেরিয়ে এখন গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য সংবিধান, বিচার ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার। আর এগুলোই একটি শক্তিশালী বাংলাদেশের ভিত্তি।

মঙ্গলবার (জুন ১৭) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সাথে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, একটি মসৃণ রাজনৈতিক উত্তরণের জন্য তার সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আগামী মাসে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সনদ উন্মোচন করা হবে।

ড. ইউনূস আরো বলেন, বহু বছরের মধ্যে এই প্রথম, বিশেষ করে প্রথমবারের ভোটাররা মুক্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের একটি বাস্তব সুযোগ পাবেন।

এ সময় প্রধান উপদেষ্টা ঢাকায় পুনরায় ভিসা প্রক্রিয়া কার্যক্রম চালু করায় অস্ট্রেলিয়া ধন্যবাদ জানান।

ঢাকায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে, বাংলাদেশিরা ভিসার আবেদন এখন অনলাইনে জমা দিতে পারবেন।

তিনি আরও জানান, বর্তমানে অস্ট্রেলিয়ায় ৬৫ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করছেন। এর বাইরে ১৪ হাজার শিক্ষার্থী রয়েছেন।

পিএস
 

Link copied!