এখনো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের নিয়ন্ত্রণে তানাকা গ্রুপ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০১:১০ পিএম
এখনো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের নিয়ন্ত্রণে তানাকা গ্রুপ

ফাইল ছবি

ঢাকা: তানাকা গ্রুপের ব্যবসার নিয়ন্ত্রণ এখনো আওয়ামী লীগের হাতে রয়েছে অভিযোগ করেছেন গ্রুপটির প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাহিন। বিএনপির প্রভাবশালী নেতা হওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তিনি। বিএনপিকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা তার ব্যবসা ও সম্পত্তির ওপর পরিকল্পিতভাবে হামলা ও দখল চালায় বলে অভিযোগ করেন তিনি। 

জুলাইয়ের গণআন্দোলনের পর রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে কিছু সম্পত্তি ফিরে পেলেও তানাকা গ্রুপের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাহিন এখনো আওয়ামী ঘনিষ্ঠ নেতাদের কাছ থেকে অধিকাংশ ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ফিরে পাননি।

মাহিনের অভিযোগ অনুযায়ী, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তার অন্তত এক ডজন ব্যবসা প্রতিষ্ঠান দখল বা বন্ধ করে দেয়।

মাহিনের দাবি অনুযায়ী, সাভারে তানাকা পেপার মিলস, কাশিমপুরে একাধিক শিল্প ইউনিট, সেগুনবাগিচা, ওয়ারি ও কেরানীগঞ্জের কয়েকটি জমি ও ভবন, এমনকি সোনাকান্দায় একটি বিশাল ফলের বাগান দখল করে আওয়ামী লীগ-ঘনিষ্ঠরা। 

তিনি আরো জানান, ২০১৭ সালে আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও তার তানাকা সিএনজি ও পেট্রোল পাম্প আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা ধ্বংস করে দেয়। এতে প্রায় ৫০০০ কোটি টাকা (প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

সাবেক মন্ত্রীদের সংশ্লিষ্টতা সম্পর্কে মাহিন বলেন, আমাকে টার্গেট করার একমাত্র কারণ ছিল আমার রাজনৈতিক অবস্থান ও বিএনপির প্রতি আমার আর্থিক সহায়তা। সবকিছু পরিকল্পিতভাবে দখল করা হয়েছে। শাহিন আহমেদের নেতৃত্বে সোনাকান্দার বাগানটিও এখন দলীয় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে গড়ে তোলা হয়েছে।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক সরকার পরিবর্তনের পর কেরানীগঞ্জের একটি জ্বালানি পাম্পসহ কিছু সম্পত্তি মাহিন পুনরুদ্ধার করতে পারলেও অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠান এখনো বন্ধ।


অনেক জমি-সম্পত্তি এখনো ‘অবৈধ দখলে’ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এসআই

Link copied!