মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:৩১ এএম
মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও তার পাশেই পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা।  

এ সময় তাদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদারের গাড়ির চালক মামুন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আলী হাসান পলাশ তালুকদারও আঘাত পেয়েছেন। পুরো টিকিট কাউন্টারটি ভাঙচুর করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল এ হামলা চালায়। তবে হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

আলী হাসান পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম বলেন, পলাশ ভাইকে আক্রমণ ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। বাসার গেটেও হামলা করেছে।

তবে ভেতরে ঢুকতে পারেনি তারা। পলাশ ভাইয়ের গাড়িচালকের শরীরেও অসংখ্য কোপ লেগেছে। হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
 

ইউআর

Link copied!