ছবি : সংগৃহীত
ঢাকা: শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। ইতিমধ্যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় তিনি অনুষ্ঠানস্থলে আসেন।
প্রধান উপদেষ্টা ছাড়াও অনুষ্ঠানস্থলে উপস্থিত রয়েছে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতারা। তবে জাতীয় নাগরিক পার্টি এই অনুষ্ঠানে উপস্থিত নেই।
এর আগে এদিন দুপুর দেড়টার দিকে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে জুলাইযোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর সংসদ ভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে সংসদ ভবন এলাকার দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়া ‘জুলাইযোদ্ধাদের’ বের করে দিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এরপর জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন আনার ঘোষণা দেন। তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে, আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে। যা চূড়ান্ত সনদে থাকবে। যেখানে স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষা থাকবে।’ এইসব বিষয়ে কমিশন ও দলগুলো একমত হয়েছে বলে জানান তিনি।
পিএস
আপনার মতামত লিখুন :