ছবি: সংগৃহীত
ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এতে পুরো এলাকায় ধোঁয়ার ঘন কুয়াশা ছড়িয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে বিমানবন্দরের ফ্লাইট চলাচল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৬টি ইউনিট। আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। আগুন নেভাতে সেনা ও বিমানবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন।
বিকেল ৩টা ৩০ মিনিটে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “কার্গো ভিলেজের পাশের একটি অংশে আগুন লেগেছে। এটি মূলত আমদানি করা পণ্য রাখার স্থান। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।”
চাক্ষুষ উপস্থিত ব্যক্তিরা জানান, কার্গো ভিলেজের ওপর দিয়ে ঘন কালো ধোঁয়া উড়ছে। দূর থেকে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আগুনের কারণে ঢাকাগামী কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। রিয়াদ থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে সিলেটে অবতরণ করেছে। আরও কয়েকটি ফ্লাইট আকাশে অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কার্গো ভিলেজে দাহ্য পণ্য ও প্যাকেজিং সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। শুরুর দিকে তারা আগুনের উৎসস্থল শনাক্ত করতে না পারায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিকেল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসবে কি না-তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বিমানবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম আংশিকভাবে স্থগিত, আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামাও বন্ধ রাখা হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :