ফাইল ছবি
আগামী ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মজীবীরা বড় কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে বসছেন।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির অফিসে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে অংশ নেবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের অন্তর্ভুক্ত ১২টি সংগঠন ছাড়াও আরও ১২-১৫টি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। একাধিক কর্মচারী নেতা জানিয়েছেন, এই বৈঠকের পরই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান জানান, ‘আমাদের ঐক্য পরিষদের সদস্য সংগঠন এবং আরও ১২-১৫টি সংগঠন এই বৈঠকে অংশ নেবে। আলোচনার পর পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করা হবে।’
সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অনড় রয়েছেন। এই বৈঠককে তাদের সংগঠিত আন্দোলনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :