কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে সরকার: প্রধান উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৮:১৬ এএম
কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে সরকার: প্রধান উপদেষ্টা

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে জরুরি সহায়তা ও পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, কড়াইলের আগুনে অসংখ্য মানুষ গৃহহীন হয়ে মানবিক সংকটে পড়েছেন। ‘এই দুর্ঘটনায় যেসব পরিবার সব হারিয়েছে, তাদের দুঃখ আমরা গভীরভাবে অনুভব করছি। সরকার তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে,’—বিবৃতিতে এমনটাই জানান তিনি।

ড. ইউনূস আরও বলেন, আগুন লাগার পরপরই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়নের দিকেও নজর দিতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বিশাল এলাকা পুড়িয়ে দেয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের তীব্রতায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়ন এবং তাদের সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে।

এম

Link copied!