স্মরণকালের কঠিন সময়ে স্বল্প আয়ের মানুষজন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৪:৪২ পিএম
স্মরণকালের কঠিন সময়ে স্বল্প আয়ের মানুষজন

ঢাকা: বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে রয়েছেন স্বল্প আয়ের মানুষজন। চাল, ডাল ও তেলের দামে অস্বস্তি আগে থেকেই। এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পেঁয়াজ, আটা, ময়দা, মুরগি, ডিমসহ আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য। বেড়েছে রান্নার গ্যাস, সাবান ও টুথপেস্টের মতো নিত্যব্যবহার্য সামগ্রীর দামও। সব মিলিয়ে যখন সংসার চালানোই দায়।

আরও পড়ুন: নতুন পে স্কেলের দাবিতে শুক্রবার সারাদেশে মানবন্ধনের ডাক

এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের অবস্থা আরও শোচনীয়।মাসের অর্ধেক শেষ হতেই বেশিরভাগের পকেট খালি। এঅবস্থায় কোনো মতে ধার-দেনা করে সংসার চালাতে হয় তাদের। 

এ নিয়ে অভিযোগের শেষ নেই সরকারী কর্মচারীদের। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করে যাচ্ছেন তারা। 

আরও পড়ুন: জানুয়ারি থেকে স্কুল-কলেজে নতুন রুটিনে ক্লাস

একজন লিখেছেন-মাসের অর্ধেক, ১১-২০ গ্রেড কর্মচারীদের অনেকের পকেট খালি। দ্রুত নবম পে স্কেল ঘোষণা করুন।

ফেসবুক থেকে নেয়া।

দুঃখজনক হলেও সত্য যে, দ্রব্য মূল্যের এই উর্ধ্বগতিতে স্মরণ কালের কঠিন সময় পার করছেন ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীরা, লিখেছেন একজন।

আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষায় প্রথম হলেন কাঠমিস্ত্রি মোস্তাকিম 

ফেসবুক থেকে নেয়া।

আরেকজন লিখেছেন-আজ বিশ্ব খাদ্য দিবস।আমরা যাতে ছয় সদস্যের পরিবারে তিন বেলা পেট ভরে খেতে পারি তাই আমাদের ১১ দফা বাস্তবায়ন হয় তার জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।

রহমত উল্লাহ লিখেছেন-দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার কি কেউ নাই!

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ‘সোহাগ বাবুর্চি’

ফেসবুক থেকে নেয়া।

ক্রিকেটের ভাষায় অন্য একজন লিখেছেন-ফ্রি স্টাইলে ব্যাটিং চালিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দ্রব্যমুল্য! অসহায় বোলার খ্যাত ১১-২০গ্রেডের চাকুরীজীবিরা শুধু তাকিয়ে দেখছে!

ফেসবুক থেকে নেয়া।

সোনালীনিউজ/আইএ

*** প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ভাবনার প্রতিফলন। সোনালীনিউজ-এর সম্পাদকীয় নীতির সঙ্গে লেখকের এই মতামতের অমিল থাকাটা স্বাভাবিক। তাই এখানে প্রকাশিত লেখার জন্য সোনালীনিউজ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না। এর দায় সম্পূর্ণই লেখকের।

Link copied!