বিকালে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০২:২৮ পিএম
বিকালে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ঢাকা : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। 

শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায়  রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

শনিবার দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি জানিয়েছেন।

মুশফিক উস সালেহীন জানান, বিকেল ৪টার এই সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

ধারণা করা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে রোববারের কর্মসূচির বিস্তারিত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

পিএস

Link copied!