কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদকের পদত্যাগ

  • কবি নজরুল কলেজ সংবাদদাতা | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১১:৪৪ পিএম
কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদকের পদত্যাগ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কবি নজরুল সরকারি কলেজ শাখার প্রচার সম্পাদক ব্যক্তিগত ও একাডেমিক ব্যস্ততার কারণ দেখিয়ে তার পদ থেকে পদত্যাগ করছেন।

রোববার (১১ জানুয়ারি ) সংগঠনের সভাপতি নাহিদ হাসান বরাবর পাঠানো এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসলেও বর্তমানে ব্যক্তিগত ও একাডেমিক ব্যস্ততার কারণে সংগঠনের কাজে আগের মতো সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, সংগঠনের স্বার্থ ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে সভাপতির নিকট তার পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান তিনি।

আবেদনে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করিম রছি বলেন, দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি নাহিদ হাসান বলেন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক করিম রছি পদত্যাগ করছে এ বিষয়ে আমরা জানি না।

এম

Link copied!