আজ মাঠে নামছে আ. লীগ, প্রতিহতের ঘোষণা সব রাজনৈতিক দলের

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১২:২২ পিএম
আজ মাঠে নামছে আ. লীগ, প্রতিহতের ঘোষণা সব রাজনৈতিক দলের

ঢাকা: দলীয় কর্মসূচি ঘোষণা করে মাঠে নামার পরিকল্পনা নিয়ে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ৬ মাসের মাথায় দলীয় কর্মসূচি দিয়ে মাঠে নামছে তারা।

দলটির মাঠে নামার পরিকল্পনাকে অন্তর্বর্তী সরকারসহ পরিবর্তিত পরিস্থিতিতে সরব থাকা রাজনৈতিক দলগুলো ভালোভাবে নেয়নি। প্রত্যেকেই আলাদাভাবে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার কৌশল গ্রহণ করছে।

আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে কঠোর সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি-জামায়াতেরও লক্ষ্য তাদের ঘোষিত কর্মসূচি বানচাল করা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যম ও সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের ঘোষিত ফেব্রুয়ারির ৯ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৫ ফেব্রুয়ারি লিফলেট ও প্রচারপত্র বিলি। ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল-সমাবেশ। ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ। ১৬ ফেব্রুয়ারি সড়কপথ, রেলপথ, জলপথ ও আকাশপথ অবরোধ। ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল।

অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন পক্ষ ৯ দিনের এ কর্মসূচি প্রতিহত করার উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করলেও, আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যেই কর্মসূচি নিয়ে তেমন কোনো আকর্ষণ বা আবেদন নেই। এ নিয়ে অন্তত দেড় ডজন কর্মী- সমর্থকের সঙ্গে দেশ রূপান্তরের এ প্রতিবেদকের সঙ্গে কথা হয়েছে। তাদের মতে, দলের নীতিনির্ধারণী পর্যায়ের প্রায় সব নেতাই দেশত্যাগ করেছেন। আত্মগোপনে আছেন অনেকেই। কর্মসূচি নিয়ে মতবিরোধ আছে নেতাদের অনেকের মধ্যেই। তাছাড়া, পরিবর্তিত পরিস্থিতিতে দলের প্রধান ছাড়া আর কোনো নেতার প্রতি আস্থা-বিশ্বাস নেই দেশে থাকা কর্মী-সমর্থকদের।

এম

Link copied!