ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। কেউ কেউ রেলওয়ের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগও তুলেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরুর পর বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সেখানে বলা হয়, “বিষয়টি কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। তারা রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেন পরিচালনার অনুমতির ইতিহাস বা নজীর না জেনে পক্ষপাতমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।”
রেলওয়ে বলছে, “এখানে ট্রেন পরিচালনার স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি উপলক্ষে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে৷ ”
কেউ কেউ বলছেন জামায়াতকে চার জোড়া ট্রেন ভাড়া করতে ৫০ লাখ টাকার মতো গুনতে হয়েছে। তবে রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে তারা প্রায় ৩২ লাখ নগদ টাকায় বিশেষ ট্রেনের ভাড়া অগ্রিম পরিশোধ করেছে, যার ফলে রেলের আয় বৃদ্ধি পেয়েছে।
“এটি বাংলাদেশ রেলওয়ের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত। এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নাই।”
পিএস
আপনার মতামত লিখুন :