ঈশ্বরদীতে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি: ঢাকায় যুবদল নেতার প্রতিবাদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৩:৪৭ পিএম
ঈশ্বরদীতে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি: ঢাকায় যুবদল নেতার প্রতিবাদ

ঢাকা: আওয়ামী লীগ সরকারের পতনের পর পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল ও মাদক সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে একদল বহিষ্কৃত নেতার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক সংবাদ সম্মেলন।

শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সংগঠক ও ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক নেতা মো. জুবায়ের হোসেন বাপ্পি।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঈশ্বরদীতে বিএনপির নাম ব্যবহার করে সাবেক পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, তার ভাই সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান এবং সাবেক উপজেলা বিএনপি সভাপতি সামছুদ্দিন আহমেদ মালিথা এলাকার নিরাপত্তা বিঘ্নিত করে চলেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের বহিষ্কার করা হলেও তারা এখনো বেপরোয়া।

তিনি আরও বলেন, এই সিন্ডিকেট চাঁদাবাজি, সরকারি-বেসরকারি জমি দখল, মাদক ব্যবসা, গুলি ছোড়াসহ নানা অপরাধে জড়িত। ঈশ্বরদীর মসজিদের জমি দখল থেকে শুরু করে বালুমহাল জবরদখল ও অতিরিক্ত টাকায় ইজারা আদায় করে যাচ্ছে তারা। ক্যাডার বাহিনী দিয়ে ত্রাস সৃষ্টি করছে, যার ফলে অনেক গ্রামবাসী বাড়িছাড়া হয়ে পড়েছেন।

বাপ্পির দাবি অনুযায়ী, জাকারিয়া পিন্টু ও মেহেদীর বিরুদ্ধে রয়েছে মোট ৬৭টি মামলা, যার মধ্যে রয়েছে ১৬টি হত্যা মামলা, অপহরণ, ধর্ষণ, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র আইন ও চাঁদাবাজির অভিযোগ। এমনকি নিজের ভাই হত্যারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, যেগুলোর অধিকাংশই বিএনপি নেতাকর্মী হত্যা সংক্রান্ত।

তিনি বলেন, এসব সন্ত্রাসীদের কারণে ঈশ্বরদী এখন ভীতির জনপদে পরিণত হয়েছে। গত ১৯ জুলাই ভোররাতে দেশি-বিদেশি অস্ত্রসহ ১০–১২ জনের একটি দল আমার বাড়িতে হামলা চালায় এবং আমাকে হত্যার হুমকি দেয়। কোনো আইনি প্রতিকার না পেয়ে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সামাদ সুলভ মালিথা, ভারপ্রাপ্ত সেক্রেটারি নাজমুল হোসেন মুকুল, ঈশ্বরদী উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ পলাশ, সহ-সাধারণ সম্পাদক আজমল হোসেন, ইউনিয়ন যুবদল আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব বিপুল হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম লাকি, কৃষক দলের আহ্বায়ক মো. মহিদুল ইসলাম, ছাত্রদল নেতা রাফি হোসেন, আশিক হোসেন, রফিকুল ইসলাম, নাসির হোসেন, সম্রাট হোসেনসহ অসংখ্য নেতাকর্মী।

ওএফ

Link copied!